আজঃ শুক্রবার ১৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোর শিক্ষা বোর্ডের ৫ কর্মকর্তা বদলী

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২২ Oct ২০২৪
  • / পঠিত : ১২ বার

যশোর শিক্ষা বোর্ডের ৫ কর্মকর্তা বদলী

: দীর্ঘ দিন ধরে যশোর শিক্ষা বোর্ডের বিভিন্ন পদে প্রেষনে দায়িত্ব পালন করা শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তাকে বিভিন্ন কলেজে বদলী করা হয়েছে। গতকাল ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব মাহাবুব আলম স্বাক্ষরিত ৩৭.০০.০০০০.০০০.১৯.০১৩.২০১৭(অংশ-২) -৪১৩ নম্বরে স্বারকে এই আদের দেওয়া হয়েছে। উক্ত আদেশে বলা হয়েছে আগামী ২৮ অক্টোবরের মধ্যে বদলীকৃত কর্মকর্তাগণ তাদেরবর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওই একই তারিখ বিকেল থেকে তারা তাৎক্ষনিক ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান ও সচিবসহ মোট ৯টি পদে বিসিএস শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা প্রেষনে দায়িত্ব পালন করেন। সরকারী চাকুরীবিধি মোতাবেক একজন কর্মকর্তা একই পদে সর্বোচ্চ ৩ বছরের জন্য প্রেষনে নিয়োগ পেতে পারেন। কিন্তু বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমলে এসব নিয়মকানুনের তোয়াক্কা না করে একই পদে কোন কোন কর্মকর্তা ১০ থেকে ১২ বছর পর্যন্ত দায়িত্ব পালন করেন। যার ফলে শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ ওঠে।

বিশেষ করে বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে এসব কর্মকর্তারা আওয়ামীলীগের নেতাকর্মীদের মতো রাজনৈতিক মঞ্চে উঠে বা আওয়ামীলীগের জনসভার মঞ্চে উঠে বক্তৃতা বাজি করেন। যা নিয়ে বোর্ডের স্টাফদের মধ্যে নানা রকমের বিরোধ সৃষ্টি হয়। বোর্ডের স্বাভাবিক কর্মকান্ড মারাতœক ভাবে ব্যাহত হয়। ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ঘটলে এসব কর্মকর্তারাও ভোল পাল্টাতে শুরু করে। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মুভমেন্ট শুরু করলে এসব অসৎ কর্মকর্তাদের শিক্ষা বোর্ড থেকে অপসারনের একদফার আন্দোলন শুরু হয়।

তারই প্রেক্ষিতে গতকাল ২২ অক্টোবর শিক্ষা বোর্ডের উপ সচিব মাহাবুব আলম স্বাক্ষরিত একপত্রে প্রেষনে কর্মরত ৯ জনের মধ্যে প্রাথমিক ভাবে ৫ কর্মকর্তাকে বিভিন্ন কলেজে বদলী করা হয়। এরা হচ্ছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ বিশ্বাস শাহীন আহমেদকে নোয়াখালী সরকারী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে, কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডুকে পটুয়াখালী সরকারী কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামকে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক , উপ কলেজ পরিদর্শক মোদন মোহন দাসকে ঝিনাইদহের শৈলকুপা সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও উপ বিদ্যালয় পরিদর্শক চঞ্চল কুমার বাছাড়কে সাতক্ষীরার তালা সরকারী কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পদে বদলী করা হয়েছে।

একই পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম তৌহিদুজ্জামানকে যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক, খুলনার সরকারী ব্রজলাল কলেজের ইতিহাসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানকে বিদ্যালয় পরিদর্শক, মাউশির ওএসডি মুহাম্মদ রকিবুল ইসলামকে উপ-কলেজ পরিদর্শক, ঝিনাইদহের কোটচাদপুর সরকারী খন্দকার মোশারফ হোসেন ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: ডালিম হোসেনকে উপ-বিদ্যালয় পরিদর্শক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খুরশিদ আলম মল্লিককে যশোর শিক্ষা বোর্ডের অডিট অফিসার হিসেবে প্রেষনে নিয়োগ প্রদান করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba