আজঃ শুক্রবার ১৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

অস্ত্র ও মাদক মামলায় যশোরে ৩ যুবকের ১৭ বছর কারাদণ্ড

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৫ Oct ২০২৪
  • / পঠিত : ১১ বার

অস্ত্র ও মাদক মামলায় যশোরে ৩ যুবকের ১৭ বছর কারাদণ্ড

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল অস্ত্র, গুলি ও মাদকসহ আটক তিন যুবকের ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক সুরাইয়া সাহাব এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, বেনাপোলের সরবাংহুদা ঈদগাহ পাড়ার মৃত ছাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন, ঘিবা গ্রামের এজোবার বিশ্বাসের ছেলে সাজজুল ও সরবাংহুদা খাসপাড়ার শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম। বৃহস্পতিবার আলমগীর ও আনারুলের উপস্থিতিতে এ সাজা প্রদান করে দুই আসামিকে কারাগারে পাঠানো হয় এবং অপর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর বিজিবির কাছে খবর আসে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও মাদক নিয়ে একদল যুবক বেনাপোলের দিকে আসছে। এসময় বিজিবির একটি দল মেইন পিলারের একটু দূরে ঘিবা গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে ওঁৎ পেতে থাকে। রাত তিনটার দিকে তিনজনকে তিনটি বস্তা নিয়ে পশ্চিম দিক থেকে আসতে দেখে। এসময় বিজিবির সন্দেহ হয়। তাদের থামতে বললে পালানোর চেষ্টা করে কিন্তু শেষমেষ তিনজনই ব্যর্থ হন। পরে তাদের তল্লাশি করা হলে আলমগীর হোসেনের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনারুলের বস্তা থেকে আট কেজি ও সাজজুলের বস্তা থেকে আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এ ঘটনায় যশোর ব্যাটালিয়ান (৪৯) বিজিবি রঘুনাথপুর বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে পোর্ট থানার এসআই রোকনুজ্জামান ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।


বৃহস্পতিবার রায় ঘোষণার দিনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের এ সাজা দেন।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba