আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বিক্ষোভকারীদের ধিক্কার, বক্তৃতা থামাতে বাধ্য হলো নেতানিয়াহু

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৮ Oct ২০২৪
  • / পঠিত : ১৭ বার

বিক্ষোভকারীদের ধিক্কার, বক্তৃতা থামাতে বাধ্য হলো নেতানিয়াহু

ডেইলিএসবিনিউজ ডেস্ক: বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তৃতা থামাতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার জেরুজালেমে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে জেরুজালেমে এক স্মরণসভার আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তব্য থামাতে বাধ্য হন তিনি।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়- বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত দর্শকেরা চিৎকার শুরু করে। এতে পোডিয়ামে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন নেতানিয়াহু। তার বক্তব্যের মাঝখানে হট্টগোল শুরু করেন উপস্থিত জনসাধারণ। এ সময় কয়েকজন ব্যক্তি নেতানিয়াহুর উদ্দেশে বলেন, “আপনাকে ধিক্কার।”
এ সময় একজন বিক্ষোভকারী বারবার চিৎকার করে বলতে থাকেন, “আমার বাবাকে হত্যা করা হয়েছে।”

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ওই স্মরণ অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তৃতার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল না। কারণ, আশঙ্কা করা হচ্ছিল- নিহতদের স্বজনেরা ইসরায়েল সরকারের সমালোচনা করতে পারেন। তবে অনুষ্ঠানস্থলে বিক্ষোভের মুখে স্বজনদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। আহত হয় দুই হাজারের বেশি মানুষ। ওই সময় ২০০ জনের বেশি মানুষকে জিম্মি নিয়ে যাওয়া হয়। এর মধ্যে প্রায় ১০০ জনকে এখনও গাজায় আটকে রাখা হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, দ্য গার্ডিয়ান

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba