আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মেজরের সঙ্গে বাগবিতণ্ডা, গুলশানের এসি সোহেল রানা প্রত্যাহার

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ৩০ Oct ২০২৪
  • / পঠিত : ১৩ বার

মেজরের সঙ্গে বাগবিতণ্ডা, গুলশানের এসি সোহেল রানা প্রত্যাহার

ডেইলিএসবিনিউজ ডেস্ক : সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা প্রজ্ঞাপনে এসি সোহেল রানাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার গুলশানে সেনাবাহিনীর একজন মেজর ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান গুলশান থানার এসি সোহেল রানা। একপর্যায়ে ওই মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এসি সোহেল রানা মেজরকে উদ্দেশ্য করে বলছেন, ‘আপনি কয় পয়সার মেজর আমি দেখবো’।

পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে আনেন। ঘটনার পর ওই মেজরের কাছে ক্ষমাও চান এসি সোহেল রানা। এরপর এ ঘটনায় এসি সোহেল রানাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করলো ডিএমপি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba