আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

জাপাকে দেশের কোথাও সভা-সমাবেশ করতে দেবেন না: ইয়ামিন মোল্লা

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০২ Nov ২০২৪
  • / পঠিত : ১৪ বার

জাপাকে দেশের কোথাও সভা-সমাবেশ করতে দেবেন না: ইয়ামিন মোল্লা

ডেইলিএসবিনিউজ ডেস্ক : জাতীয় পার্টি দেশের কোথাও যেন সভা-সমাবেশ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এছাড়া দলটিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে তিনি বলেন, বঙ্গভবনে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত অন্তবর্তীকালীন সরকারের ভুল ছিল।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ না হওয়ার বিষয়ে জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ইয়ামিন মোল্লা বলেন, কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আমরা যেহেতু শান্তি প্রিয়, তাই পুলিশের নিষেধাজ্ঞা মেনে সমাবেশ করছি না। এসময় তিনি ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করারও দাবি জানান।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, জি এম কাদের গতকাল বলেছেন, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। শেখ হাসিনাও পতনের আগে একই কথা বলেছিলেন। জি এম কাদেরের কাছে প্রশ্ন, আপনি কত বড় হাতি, আমরা দেখতে চাই। আমরা তো মনে করি, আপনি তেলাপোকা, ফুঁ দিলেই উড়েই যাবেন।

প্রসঙ্গত, নিজেদের পোড়া কার্যালয়ের সামনে শনিবার (২ নভেম্বর) সমাবেশ করবে বলে গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। তবে এই সমাবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। তারাও শনিবার সকাল ১১টায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ডিএমপি কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয়।

ডিএমপির গণবিজ্ঞপ্তির পর জাতীয় পার্টি তাদের বিক্ষোভ সমাবেশ স্থগিতের কথা জানায় শুক্রবার রাতে। আর আজ সকালে ছাত্র অধিকার পরিষদও জানায়, প্রতিরোধ কর্মসূচি হবে না। সকাল থেকেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba