আজঃ বৃহস্পতিবার ১৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ডিবি পরিচয়ে বাসে ডাকাতির চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ২

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৩ Nov ২০২৪
  • / পঠিত : ৭ বার

ডিবি পরিচয়ে বাসে ডাকাতির চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ২

নেত্রকোনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে জেলার পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক থেকে থেকে তাদের আটক করা হয়।

রোববার (৩ নভেম্বর) সকালে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে খায়রুল ইসলাম (৪২) ও একই উপজেলার শ্যামগঞ্জ এলাকার আব্দুল হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪)।

সেনা কর্মকর্তা জিসানুল হায়দার জানান, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হামিদপুর বাজার এলাকায় গতরাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস (সেন্টমার্টিন পরিবহন) ডাকাতির উদ্দেশ্যে থামান ওই দুই ব্যক্তি। বাসে উঠে ডিবি পরিচয় দিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করেন তারা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজট দেখে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়।

সেনাবাহিনী দেখে ওই দুই যুবক পালানোর চেষ্টা করেন। এসময় তাদের আটক করে সেনাবাহিনী। জব্দ করা মোটরসাইকেলসহ আটকদের পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba