আজঃ বৃহস্পতিবার ১৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙলো অক্টোবরের তাপমাত্রা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৩ Nov ২০২৪
  • / পঠিত : ১২ বার

জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙলো অক্টোবরের তাপমাত্রা

ডেইলিএসবিনিউজ ডেস্ক: জাপানে ১২৬ বছরের রেকর্ড ভাঙলো অক্টোবর মাসের তাপমাত্রা। জাপান মেটিরিওলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, গত মাসে দেশটির গড় তাপমাত্রা সবচেয়ে উষ্ণ পর্যায়ে পৌঁছায়। ১৮৯৮ সাল থেকে তাপমাত্রা সংক্রান্ত তথ্য সংরক্ষণের ইতিহাসে এই প্রথম এত উষ্ণ অক্টোবর দেখলো জাপান।

জেএমএ প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশজুড়ে ১৫টি নির্দিষ্ট স্থানে তাপমাত্রা আগের গড় থেকে ২ দশমিক ২১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এই গড় তুলনামূলকভাবে কম নগরায়ন প্রভাবিত স্থানগুলো থেকে সংগ্রহ করা হয়েছে, যা ১৯৯১ থেকে ২০২০ সালের গড় তাপমাত্রার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটি বলেছে, পূর্ব জাপানে শক্তিশালী উচ্চচাপ অঞ্চলসহ বেশ কিছু আবহাওয়াজনিত কারণ এই তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী।

এছাড়া, জাপানের ১৪৯টি আঞ্চলিক স্থানে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রগুলোরও অক্টোবরে আগের বছরের তুলনায় গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। উত্তর জাপানে গড় তাপমাত্রা ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, আর পূর্ব এবং পশ্চিম জাপানে এর গড় বৃদ্ধি ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এই তাপমাত্রা বৃদ্ধির ফলে জাপানের আবহাওয়া ও কৃষি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, নভেম্বর মাস শুরু হয়ে গেলেও জাপানের আইকনিক মাউন্ট ফুজির চূড়ায় এখনো দেখা মেলেনি বরফের। গত ১৩০ বছরের মধ্যে এমন অবস্থা দেখা যায়নি জায়গাটিতে।

মাউন্ট ফুজিতে মূলত অক্টোবরের শুরুর দিকেই বরফ পড়তে শুরু করে। কিন্তু দেশটির শীর্ষ এই জায়গাটিতে এখনো দেখা মিলছে না বরফের। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানেও দৃশ্যমান।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মাউন্ট ফুজিতে গড়ে অক্টোবরের দুই তারিখ থেকে বরফ পড়ে। গত বছর ৫ অক্টোবর শুরু হয়েছিল।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba