আজঃ বৃহস্পতিবার ১৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করা হচ্ছে : রিজওয়ানা হাসান

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৪ Nov ২০২৪
  • / পঠিত : ৬ বার

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করা হচ্ছে : রিজওয়ানা হাসান

ডেইলিএসবিনিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অগ্রাধিকারের ভিত্তিতে দেশের পরিবেশের অগ্রগতির জন্য বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব অপরিহার্য।


রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের জলবায়ু ও পরিবেশ বিষয়ক প্র্যাকটিস ম্যানেজার ক্রিশ্চিয়ান অ্যালবার্ট পিটারের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের হুমকির বিরুদ্ধে দেশের সুরক্ষা শক্তিশালী করতে জীববৈচিত্র্য রক্ষায় এবং জনগণের জন্য একটি টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা যৌথভাবে কাজ করব।


বৈঠকে তারা বাংলাদেশের জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি, পরিবেশগত সুরক্ষা বাড়ানো এবং টেকসই উন্নয়নের সুযোগ অন্বেষণের ওপর দৃষ্টি নিবদ্ধ করেন।


ক্রিশ্চিয়ান অ্যালবার্ট পিটার জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মধ্যে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও সম্প্রদায়ের স্থিতিস্থাপকতাকে উন্নত করে এমন উদ্যোগগুলোকে সমর্থনের জন্য বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি হলো দীর্ঘমেয়াদি পরিবেশগত স্বাস্থ্য ও আর্থসামাজিক কল্যাণ নিশ্চিতসহ সব ধরনের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত বিবেচনার সমন্বয় করা।

জলবায়ু অভিযোজন, টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ মোকাবিলায় প্রকল্প এলাকাগুলো খুঁজে নেওয়া এবং কৌশলগত মধ্যস্থতার একটি চুক্তি সম্পাদনের মাধ্যমে বৈঠক শেষ হয়।

উভয়পক্ষ এ উদ্যোগের ইতিবাচক প্রভাব সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে। বাংলাদেশে পরিবেশগত অর্পিত দায়িত্ব ও টেকসই প্রবৃদ্ধির প্রতি তাদের সমর্থন পুনর্নিশ্চিত করেছে। এসময় মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba