আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নেদারল্যান্ডস থেকে ইসরায়েলিদের উদ্ধারে বিমান যাচ্ছে

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ০৯ Nov ২০২৪
  • / পঠিত : ১৯ বার

নেদারল্যান্ডস থেকে ইসরায়েলিদের উদ্ধারে বিমান যাচ্ছে

ডেইলিএসবিনিউজ ডেস্ক : নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরোপা লিগের এক ম্যাচকে ঘিরে উত্তেজনার পর নাগরিকদের উদ্ধারে সেখানে দুটি উদ্ধারকারী বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷

ইসরায়েলিদের লক্ষ্য করে বড় ধরনের সহিংস ঘটনা ঘটার পর বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে৷

ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামার বেন-গেভির এক এক্স পোস্টে বলেন, ফুটবল খেলা দেখতে যাওয়া সমর্থকেরা ইসরায়েলি ও ইহুদি হওয়ার কারণে ইহুদিবিদ্বেষী আচরণ ও অকল্পনীয় রোষানলের শিকার হয়েছেন৷ ইউরোপা লিগের ম্যাচে আয়াক্স আমস্টারডাম ইসরায়েলি ক্লাব মাকাবি তেলআবিবকে ৫-০ গোলে পরাজিত করেছে৷

আমস্টারডাম পুলিশ ৫৭ জনকে আটকের কথা জানিয়েছে৷ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে৷ যদিও সেখানে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল৷

পুলিশ বলছে, কোনো অঘটন ছাড়াই সমর্থকেরা স্টেডিয়াম ছেড়ে যান, কিন্তু তারপর রাতে শহরের কেন্দ্রে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে জনতাকে দৌড়াতে ও একজনকে মারতে দেখা গেছে৷

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আমস্টারডামে কার্গো বিমান পাঠানো হবে৷ সঙ্গে চিকিৎসক ও উদ্ধারকারীদের দল থাকবে৷ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা আর ডাচ পররাষ্ট্রমন্ত্রী কাস্পার ফেল্ডকাম্পকে শুক্রবার ফোন করে ইসরায়েলি নাগরিকেরা যেন নিরাপদে বিমানবন্দরে পৌঁছতে পারেন সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন৷

এদিকে, ইসরায়েল সরকারের বিবৃতি বিষয়ে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷ ডাচ সরকারের সবচেয়ে বড় দলের নেতা ও মুসলিমবিরোধী রাজনীতিবিদ গেয়ার্ট ভিল্ডার্স আমস্টারডামে হামলার ঘটনার নিন্দা করেছেন৷

এক্স পোস্টে তিনি আমস্টারডামে যে এমন ঘটনা ঘটতে পারে সেজন্য লজ্জিত বলে জানিয়েছেন৷ এসব গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি৷

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba