আজঃ বুধবার ১৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যুবদল নেতার আক্রমণে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রনেতা গুরুতর আহত

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১১ Nov ২০২৪
  • / পঠিত : ৭ বার

যুবদল নেতার আক্রমণে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রনেতা গুরুতর আহত

: নাটোরে অনিক সরকার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ওপর হামলা করার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, নাটোর পৌর যুবদলের সহসাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার এক সহযোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অনিককে পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ির সামনে মোটরসাকেলে আসা যুবদল নেতা শিপলু ও তার সহযোগী মনি অতর্কিতে হামলা চালান অনিকের ওপর। এ সময় তারা পিটিয়ে অনিকের হাত ভেঙে দেন। অনিকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে শিপলুরা পালিয়ে যান।

অনিক অভিযোগ করে বলেন, ১০ নভেম্বর সারাদিন আওয়ামী লীগ বিরোধী অবস্থান কর্মসূচিতে ছিলাম। সন্ধ্যায় রাজবাড়ির সামনে হঠাৎ এসে কোনো কথা না বলে যুবদল নেতা শিপলু ও মনি মরধর শুরু করে। শিপলু আমাদের এলাকারই। আমার প্রতি যদি তার কোনো ক্ষোভ থাকত, তাহলে সে নিজেই আমাকে বলতে পারত। আমি এখন হাসপাতালে আছি। থানায় গিয়ে অভিযোগ দেবো।'

এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা শিপলুর বক্তব্য পাওয়া যায়নি।

তবে আরেক অভিযুক্ত মনি দাবি করেন, ছাত্র আন্দোলনের আগে অনিক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ওঠাবসা করতেন। সেসময় অনেক অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন অনিক। তাদের বড় ভাই শিপলু তাকে দেখে বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করেন। এ সময় অনিক তর্ক করলে তাকে থাপড় দেওয়া হয়। এর বাইরে কিছু না।

জানতে চাইলে নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা থানায় এসে বিষয়টি মৌখিকভাবে জানিয়ে গেছেন। তারা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba