আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সার-বীজের দাম বেশি নেওয়ায় ৫ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৩ Nov ২০২৪
  • / পঠিত : ১৪ বার

সার-বীজের দাম বেশি নেওয়ায় ৫ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে আলুর বীজ ও সারের দাম বেশি রাখায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজার ও চৌমুহনী বাজারসহ কয়েকটি বাজারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।

এসময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুন আরা, উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, জয়পুরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিবুল হক সানজিদ, শাহিনুর ইসলাম, হাসিব রহমান।

ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের বীজ ডিলার ওসমান উজ জামানকে ৫০ হাজার ও মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই অভিযোগে উপজেলার শালবন গ্রামের শাহিনুরকে আলুর বীজ লুকিয়ে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ১০ হাজার টাকা, চৌমুহুনী বাজারের মেসার্স কৃষি ট্রেডার্সের ম্যানেজার আলমকে ৫ হাজার টাকা এবং ভাসিলা বাজারের সার ব্যবসায়ী আব্দুর রউফকে নিজ বাড়িতে সার রেখে উচ্চমূল্যে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম জানান, বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে আলুর বীজ বিক্রি এবং সার লুকিয়ে রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধারকৃত ১১৫ বস্তা বীজ আলু ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba