আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ লাখ টাকা জরিমানা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৭ Nov ২০২৪
  • / পঠিত : ৮ বার

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ লাখ টাকা জরিমানা

: চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে দেশের অন্যতম বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি বঙ্গজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় চুয়াডাঙ্গা বঙ্গজ লিমিটেডের ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করতে দেখা যায়। যেসব শ্রমিক কাজ করছেন সেখানে তাদের হাতে কোনো হ্যান্ড গ্লাভস ছিল না। তৈরিকৃত খাবার বিভিন্ন ফ্লোরে অস্বাস্থ্যকরভাবে ছড়ানো ছেটানো অবস্থায় ছিল, নষ্ট ও নোংরা খাবার পুনরায় খাবার তৈরিতে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

এর আগেও একই অপরাধে জরিমানা করা হয়েছিল। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি টিম।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba