আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২১ Nov ২০২৪
  • / পঠিত : ২ বার

স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

: ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. এসকেন্দার আলী (৫৫) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গুরুতর আহত আবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত এসকেন্দার আলী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে। তিনি গোয়ালপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষক এসকেন্দার আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাইনুল ইসলাম।

এ দুর্ঘটনায় মিজানুর রহমান নামে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহত হয়েছেন। আহত মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরে বসবাস করতেন। আমিও একই এলাকায় থাকি। সেখান থেকে আমরা প্রতিদিন মোটরসাইকেলে করে স্কুলে যাতায়াত করতাম। আজ সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের বাসা থেকে প্রধান শিক্ষক এসকেন্দার আলী আর আমি মোটরসাইকেল করে স্কুলে আসছিলাম। পথে কানাইপুর ইউনিয়নের রামখন্ড মোড়ে গ্রামের ভেতরের একটি সড়ক দিয়ে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে আমাদের মোটরাসাইকেলের সংঘর্ষ হয়। এতে স্যার মাথায় প্রচণ্ড আঘাত পান। আমি সামান্য আহত হই।

মিজানুর রহমান আরও বলেন, প্রধান শিক্ষককে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ঢাকা মেডিকেলে নিতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসাদউজ্জামান গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba