আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নির্বাচনী বছরে ইসির বরাদ্দ আড়াই হাজার কোটি টাকা

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০২ জুন ২০২৩
  • / পঠিত : ১২০ বার

নির্বাচনী বছরে ইসির বরাদ্দ আড়াই হাজার কোটি টাকা

ডেস্ক : জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থবছরে নির্বাচন কমিশনের (ইসি) জন্য দুই হাজার ৪০৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল এক হাজার ৪২৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

ইসির পাশাপাশি এর সঙ্গে সম্পৃক্ত বিভাগ ও মন্ত্রণালয়ের জন্যও বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba