আজঃ শুক্রবার ১৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৩ যুবক আটক

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৭ Nov ২০২৪
  • / পঠিত : ২২ বার

যশোরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৩ যুবক আটক

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন তিন যুবক। বুধবার (২৭ নভেম্বর) শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মিলন মিয়ার ছেলে শিপন মিয়া রাসেল (২২), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ছাবর আলীর ছেলে শামীমুল হক (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী সংবাদ সম্মেলন করে জানান, কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হয়। মোটা অর্থের বিনিময়ে মণিরামপুর উপজেলার দুই ও কেশবপুর উপজেলার এক পরীক্ষার্থীর হয়ে তিন ভুয়া প্রার্থী পরীক্ষা দিতে যশোরে আসেন। লিখিত পরীক্ষা কেন্দ্রে যথারীতি সকাল ৮টায় পরীক্ষার্থীদের সতর্কতার সঙ্গে চেকিংয়ের এক পর্যায়ে আরসিও গেটে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ প্রার্থীর নাম ও ছবি যাচাই বাছাই করার সময় ওই তিন যুবককে সন্দেহ হয়। পরে তাদের স্বাক্ষর ও ছবির মিল না থাকায় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানে তারা স্বীকারোক্তি দেন তারা সবাই ভুয়া প্রার্থী।

তারা জানান, আলিমুলের স্থলে পরীক্ষা শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে শামিউল হক ও রাকিবুলের স্থলে সানোয়ার হোসেন পরীক্ষা দিতে আসেন। ওই সময়ই ওই তিনজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, তারা একটি চক্রের হয়ে ভাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিয়ে থাকে। আটকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। আটক তিনজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba