আজঃ বুধবার ০৪-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ইসরায়েলি নির্মম হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ১০০ ফিলিস্তিনি নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ৩০ Nov ২০২৪
  • / পঠিত : ১২ বার

ইসরায়েলি নির্মম হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ১০০ ফিলিস্তিনি নিহত

ডেইলিএসবিনিউজ ডেস্ক: অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭৫ জনই নিহত হয়েছেন উত্তর গাজার দুটি বাড়িতে বিমান হামলার ঘটনায়।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ এলাকায় ক্ষুধার পাশাপাশি দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।

এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চতুর্থ দিনে প্রবেশে করেছে। তাছাড়া দুই পক্ষের মধ্যে হওয়া এই চুক্তিকে সফলতা হিসেবে দেখছেন বর্তমান হিজবুল্লাহ প্রধান।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় মোট ৪৪ হাজার ৩৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

লেবাননে মারা গেছেন তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।

অন্যদিকে ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে তখন এমন সংবাদ সামনে আসে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba