আজঃ বুধবার ০৪-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মামলা দেওয়ায় দুই ট্রাফিক পুলিশের ওপর হামলা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০১ Dec ২০২৪
  • / পঠিত : ৭ বার

মামলা দেওয়ায় দুই ট্রাফিক পুলিশের ওপর হামলা

অবৈধ যানের বিরুদ্ধে মামলা দেওয়ায় দুই ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চলাকালে শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ছাগলনাইয়ার ডাকবাংলা সড়কে দুই ট্রাফিক পুলিশের ওপর হামলা করেন সিএনজি অটোরিকশার চালকরা।

হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন- ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল আলম ও কনস্টেবল ফখরুল ইসলাম।

পুলিশ জানায়, ছাগলনাইয়ায় অবৈধ যান চলাচল বন্ধে বিশেষ অভিযান চলাকালে চারটি সিএনজি অটোরিকশা আটক করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে ক্ষুব্ধ হয়ে সিএনজি অটোরিকশার চালকরা পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।

পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম বলেন, অবৈধ যানের বিরুদ্ধে মামলা দেওয়ার সময় চালকরা এসে আমাদের ওপর হামলা শুরু করেন। দলবদ্ধভাবে এসে তারা আমার মাথায় আঘাত করেন।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল আলম বলেন, আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের সময় আকস্মিক ৫০-৬০ জন এসে আমাদের ওপর অতর্কিত হামলা শুরু করে। হাতে থাকা জরিমানার বই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দলবদ্ধ হয়ে তারা আমাদের কাজে বাধা দেয়। মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত ও দুর্ভোগ লাঘব করতে এসে যদি এমন হামলার শিকার হতে হয় তাহলে এটি দুর্ভাগ্যজনক।

এ ব্যাপারে ফেনী জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) এসএম শওকত বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba