আজঃ শনিবার ২১-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ভারতে পাচার হওয়া ৪৮ কিশোর-কিশোরী দেশে ফিরল

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০২ জুন ২০২৩
  • / পঠিত : ১৮৬ বার

ভারতে পাচার হওয়া ৪৮ কিশোর-কিশোরী দেশে ফিরল

বেনাপোল প্রতিনিধি : বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ৪৮ বাংলাদেশি কিশোর,কিশোরীকে স্বদেশ প্রত্যাবাসনে বেনাপোলে হস্তান্তর করেছে ,কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সিলর তুসিতা চাকমা ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে শুন্যরেখায়ে পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। এসময় ফেরত আসা শিশুদের এক নজর দেখতে সীমান্তে ভিড় জমায় তাদের স্বজনরা।
ফেরত আসা শিশুদের আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইন জিবী সমিতি , ও রাইটস যশোর গ্রহন করেছে। এদের বাড়ি যশোর,ফরিদপুর ও সাতক্ষীরা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা ভারতে পুলিশে হাতে আটক হয়েছিল। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে ৩টি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌছে দিতে।

এনজিও সংস্থ্যা বাংলাদেশ মহিলা আইন জিবি সমিতির গ্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, ভাল কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায় পরে আইনী সহয়তা দিতে ভারতীয় কয়েকটি মানবাধিকার সংস্থ্যা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। পরে দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনীসহয়তা চাই দেওয়া হবে জানান কর্মকর্তারা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba