আজঃ বুধবার ১৮-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৬ Dec ২০২৪
  • / পঠিত : ৫ বার

ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে দীপক কাপাসিয়া (৪৫)  ও ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলিপুর  মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৫)।

ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া নিহত হন। সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।


ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba