আজঃ রবিবার ২২-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ঝিনাইদহে ট্রাক্টরচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২০ Dec ২০২৪
  • / পঠিত : ৪ বার

ঝিনাইদহে ট্রাক্টরচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রাক্টরের ধাক্কায় মৌসুমি আক্তার (৩৪) ও ফিরোজ হোসেন (২৫) নামের দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে করে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন মৌসুমি আক্তার ও ফিরোজ হোসেন। পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিকনগর এলাকায় পৌঁছালে ইজিবাইকটিকে ধাক্কা দেয় আখ পরিবহনের ট্রাক্টর। ধাক্কায় ইজিবাইকের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মৌসুমি আক্তার মারা যান।

এসময় গুরুতর আহত ইজিবাইকচালক ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। হাসপাতালে পৌঁছানোর আগেই ফিরোজের মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, আমাদের এখানে আনার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba