আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বেশ কয়েকটি মিশনে রাষ্ট্রদূত পরিবর্তন করছে সরকার

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০২ জুন ২০২৩
  • / পঠিত : ১২২ বার

বেশ কয়েকটি মিশনে রাষ্ট্রদূত পরিবর্তন করছে সরকার

বিদেশে বাংলাদেশের কয়েকটি মিশনে রাষ্ট্রদূত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতালি, মালয়েশিয়া, মিশর ও পর্তুগালের রাষ্ট্রদূত/হাইকমিশনারদের কর্মস্থলে পরিবর্তন আনা হচ্ছে। আর ভিয়েতনামে নতুন রাষ্ট্রদূত দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।  সূত্র জানায়, মালয়েশিয়ায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনার গোলাম সারওয়ার সার্কের মহাসচিব হিসেবে যোগ দেবেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। আর মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে ইতালির রাষ্ট্রদূত করা হয়েছে।

পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে যাবেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান অবসরে যাবেন।

এছাড়া ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ মিশরের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন। এদের মধ্যে টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমানকে নতুন রাষ্ট্রদূত হিসেবে ভিয়েতনামে পাঠাচ্ছে সরকার।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba