আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শ্যামলীর আগুন লাগা ভবনে অনেকেই আটকে আছে

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০২ জুন ২০২৩
  • / পঠিত : ১১৩ বার

শ্যামলীর আগুন লাগা ভবনে অনেকেই আটকে আছে

রাজধানীর শ্যামলীর ২০ তলা একটি ভবনের ৭ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগা ভবনটির ১৮ তলাসহ বেশ কয়েকটি তলায় এখনো অনেকে আটকে আছেন। জীবন বাঁচানোর জন্য চিকিৎকার দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। অনেকে আবার নিচে থাকা পরিচিত জনকে ফোন দিয়ে তাদের দ্রুত উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন।  ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা বিভিন্নভাবে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা করছেন। কিন্তু আগুন লাগা ভবনটির ভিতরে প্রচণ্ড ধোঁয়া থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যহত হচ্ছে।  প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটির চতুর্থ ও পঞ্চম তলায় কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এছাড়া ওপরের দিকের তলাগুলো আবাসিক। অন্যদিকে ভবনটির নিচে মার্কেট ও দোকান রয়েছে।  ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আগুন লাগা ভবনটি থেকে ১৭ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে। এদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী রয়েছেন ৪ জন।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ বৃহস্পতিবার রাত ১১ টা ২৫ মিনিটে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২০ তলা রূপায়ন শেলটেক ভবনের ৭ম তলায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের ১৪টি ইউনিট কাজ করছে।     


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba