আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাজেটে নতুন রুলস ,স্বর্ণ নিয়ে বিমানবন্দরে নেমে বিপাকে প্রবাসীরা

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০২ জুন ২০২৩
  • / পঠিত : ১১৬ বার

বাজেটে নতুন রুলস ,স্বর্ণ নিয়ে বিমানবন্দরে নেমে বিপাকে প্রবাসীরা

স্বর্ণের অবৈধ প্রবেশ রোধে এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ব্যাগেজ রুলসে বড় ধরনের সংশোধন এনেছে সরকার। বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সংক্রান্ত সংশোধনের বিষয়ে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংশোধিত ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন যাত্রী ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার বাংলাদেশে আনতে পারবেন। আগে ২৩৪ গ্রাম ওজনের দুটি বার আনতে পারতেন।  এদিকে, বাজেট অধিবেশনের পরপরই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নতুন ব্যাগেজ রুলস কার্যকর হয়েছে। অনেক প্রবাসী না জেনে দুটি করে স্বর্ণের বার এনে বিমানবন্দরে বিপাকে পড়েছেন।

বিমানবন্দর কাস্টমসের একজন দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করে জানান, অনেকে না জেনে স্বর্ণের বার আনছেন। আমরা তো আইনের বাইরে গিয়ে কাজ করতে পারি না। ব্যাগেজ রুলস অনুযায়ী যাত্রীদের স্বর্ণের বার জব্দ করা হচ্ছে। জব্দ করা স্বর্ণের বার ফেরত দেওয়ার বিষয়টি শুনানির পর সুরাহা করা হবে।

এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, যারা দুটি বার আনছেন, একটির জন্য ৪০ হাজার টাকা শুল্ক নেওয়া হচ্ছে। দ্বিতীয় বারটি কাস্টমস ডিএম (জব্দ) করে রাখছে। পরবর্তী সময়ে শুনানি করা হবে।   তিনি আরও বলেন, কাস্টমসের পক্ষ থেকে বিমানবন্দরে লিফলেট বিলি করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্সগুলোতে ব্রিফ করা হচ্ছে, তারা যেন যাত্রীদের নতুন ব্যাগেজ রুলসের বিষয়ে অবগত করে।

বৃহস্পতিবার বিকেলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বর্ণবার আনার ক্ষেত্রে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) শুল্ক দুই হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা করার প্রস্তাব করেন। পাশাপাশি অতিরিক্ত বার আনলে তা বাজেয়াপ্ত করার কথা জানান।

তবে, আপাতত বাজেয়াপ্ত না করে স্বর্ণের বার জব্দ করছে কাস্টমস।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba