আজঃ রবিবার ২৯-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নড়াইলে মেম্বারকে গণধর্ষণ ও হত্যার অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৮ Dec ২০২৪
  • / পঠিত : ৯ বার

নড়াইলে মেম্বারকে গণধর্ষণ ও হত্যার অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নড়াইলে বাসনা মল্লিক (৪৬) নামে এক ইউপি মেম্বারকে গণধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। তার ছেলের দাবি ধর্ষণের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দেওয়া হয়েছে হুমকি ধমকিও। আজ শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাসনা মল্লিক।

বাসনা মল্লিকের ছেলে রিংকু মল্লিক ও স্বজনরা জানান, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নির্বাচিত সদস্য ছিলেন বাসনা মল্লিক। গত বুধবার বিকেলে টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে রাজিবুল নামে একজন তাকে ফোন দিয়ে পাওনা টাকা নিতে ডাকে। সেখানে যাওয়ার পর রাজিবুলসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে এবং দুই লাখ দাবি করে। বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বললে তাকে হুমকি ধামকি দেয়া হয় এবং মুখে বিষ ঢেলে দেয়া হয়। বাড়ি ফিরে তিনি ভয়তে কাউকে কিছু বলেননি। অসুস্থ হয়ে পড়লে আজ শুক্রবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলের কাছে তার ওপরে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন।

চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্ত শেষে বিকেলে চারটার দিকে তার লাশ নিয়ে যান স্বজনরা। তারা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba