আজঃ সোমবার ১১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বাসা ভাড়া নিতে গিয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার-টাকা লুট

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৪ জুন ২০২৩
  • / পঠিত : ১১৩ বার

বাসা ভাড়া নিতে গিয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার-টাকা লুট

রাজধানীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়ির মালিককে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রফিক, লিপি, কুলসুম ও রিনা। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

শুক্রবার (২ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আজ শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।   বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার শোভন চন্দ্র হোড় জানান, টু-লেট বিজ্ঞাপন দেখে বাসা দেখার অজুহাতে মানুষের বাড়িতে যায় চক্রের সদস্যরা। যদি বাসার নারীদের গায়ে অলংকার থাকে এবং সহজ-সরল মনে হয়, তাহলে তাদের টার্গেট করা হয়।

পরে বাড়িতে প্রবেশ করে মালিককে কৌশলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।

তিনি আরও জানান, গত ১০ মে এই পদ্ধতিতে অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর কারণে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ষাটোর্ধ্ব এক নারী মারা যান। ঘটনায় পরদিন সবুজবাগ থানায় হত্যা মামলা হয়। মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনা সম্পর্কে জানা যায় ও পরবর্তীতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।      

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba