আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মা-বাবাসহ ১৭ জনকে হারিয়ে বেঁচে ফেরা পাভেল ভালো নেই

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৭ জুন ২০২৩
  • / পঠিত : ৪৪৯ বার

মা-বাবাসহ ১৭ জনকে হারিয়ে বেঁচে ফেরা পাভেল ভালো নেই

ডাক্তাররা মৃত ভেবে পলিথিন দিয়ে আমার দেহকে মুড়িয়েছিল। পরে আমার হাত-পা নাড়াতে দেখে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখেন। পুরো তিন মাস অচেতন থাকার পর আল্লাহর রহমতে জ্ঞান ফিরেছে। এখন কিছুটা সুস্থ হলেও আমার অনেক কিছুই মনে থাকে না। আমার স্মরণশক্তি অনেকটা লোপ পেতে বসেছে।’ 

কথাগুলো বলছিলেন ১৯ বছরের তরুণ পাভেল রহমান। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামে। তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ২০২১ সালের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় বাবা মোখলেসুর রহমান ও মা পারভীন বেগমসহ নিকট আত্মীয়দের হারিয়েছেন। সেদিন মাইক্রোবাসের চালকসহ সবার মৃত্যু হলেও বিস্ময়করভাবে বেঁচে গেছেন পাভেল। 

এই প্রতিবেদকের কাছে দুই বছর আগের সেই রোমহর্ষক ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পাভেল রহমান। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছতে মুছতে পাভেল বলেন, সেদিন মাইক্রোবাসে ওঠার পর একটি সেলফি তুলে ফেসবুকের ‘মাই ডে’ করেছিলাম। তাতে লিখেছিলাম ‘গোয়িং টু রাজশাহী’। রাজশাহীতে পিকনিকে গিয়েই ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। আমি ওই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও ওই সময়টা আমি অজ্ঞান ছিলাম। পরে জানতে পেরেছি বাবা ও মাসহ আত্মীয়-স্বজনদের অনেককে হারিয়েছি। 

২০২১ সালের ২৬ মার্চ ছিল শুক্রবার। সেদিন দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার পর আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে ছয়জন মারা যান। পরে আগুনে পোড়া মাইক্রোবাস থেকে নারী ও শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ওই সড়ক দুর্ঘটনায় নিহতরা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে ১ নম্বর চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের পাঁচজন (একই পরিবারের), ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের বড় মহাজিদপুর গ্রামের ছয়জন (একই পরিবারের পাঁচজন), ৮ নম্বর রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের তিনজন (একই পরিবারের) ও পৌর এলাকার প্রজাপাড়ার একই পরিবারের তিনজন রয়েছেন।

রাজশাহীর আলোচিত ওই সড়ক দুর্ঘটনায় জীবন নিয়ে বেঁচে থাকা এতিম পাভেল এখন নিঃস্ব। সংসারের একমাত্র উপার্জনকারী বাবা ও মাকে অকালে হারিয়ে এখন অর্থাভাবে পারছেন না নিজের চিকিৎসা করাতে। লেখাপড়ার খরচ জোগাতেও হিমশিম খাচ্ছেন। অথচ বছর দুয়েক আগে যে পাভেল ছিল কলেজের সেরা ছাত্র, আজ সেই পাভেল লেখাপড়ায় সবার চেয়ে পিছিয়ে।

জীবনমৃত্যুর সন্ধিক্ষণ থেকে সৃষ্টিকর্তা পাভেল রহমানকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এতিম পাভেল হারিয়েছেন তার সবচেয়ে আস্থা, ভরসা এবং নির্ভরতার মা-বাবাকে।  

পাভেল রহমান : বলেন, দুর্ঘটনার তিন-চার মাস পর জানতে পারি আমার মা-বাবা কেউই বেঁচে নেই। কতটা কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি, তা একমাত্র আল্লাহ জানেন। এখন আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার পড়ালেখা নিয়মিত করে মা-বাবার স্বপ্ন পূরণে কিছু করতে চাই। কিন্তু আমার জন্য এখন পড়ালেখার খরচাপাতি এবং বাড়ির খরচ চালানো খুব কষ্টকর। আমি তো ওই দুর্ঘটনার পর কারো কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পাইনি। আর যার জন্য আমার জীবন এলোমেলো হয়ে গেল, এতগুলো মানুষ অকালে মারা গেল তার (বাসচালক) বিচার আজো হয়নি। 

পাভেল রহমানের দাদি খুকু মনি বলেন, আমার ছেলে মোখলেসুর ও বউমা পারভীন বেঁচে থাকাকালীন পাভেল খুব ভালো ছাত্র ছিল। তার বাবা কোনো দিন তাকে অভাব কী জিনিস বুঝতে দেয়নি। সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যুর পর যে অবশিষ্ট অর্থ ছিল তা পাভেলকে বাঁচাতেই শেষ হয়ে গেছে। এখন ওর চিকিৎসা খরচ, লেখাপড়ার খরচসহ অন্যান্য খরচাপাতি কীভাবে আসবে, বাকি জীবনটাইবা কীভাবে কাটাবে তা নিয়েও চরম হতাশায় ভুগছি । 

তিনি আরও বলেন, ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সারাদেশের মানুষকে মর্মাহত করে তুলেছিল। অথচ এই মর্মান্তিক রোমহর্ষক ঘটনার দুই বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কেউ কোনো ধরনের সহযোগিতা করেনি। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba