আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বৃদ্ধকে নাজেহাল : ব্র্যাকের বিডিপি কর্মসূচিকে ১০ লাখ জরিমানা

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২২ জুন ২০২৩
  • / পঠিত : ২৩০ বার

বৃদ্ধকে নাজেহাল : ব্র্যাকের বিডিপি কর্মসূচিকে ১০ লাখ জরিমানা

ঋণের সব টাকা বুঝে পেয়েও ৯৪ বছরের বৃদ্ধ সাইজুদ্দিনকে মামলা দিয়ে ব্যাপক হয়রানি করায় ক্ষতিপূরণ বাবদ মামলার বাদী ব্র্যাক বিপিডি প্রগতি কর্মসূচিকে দশ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে বৃদ্ধ সাইজুদ্দিনকে এই টাকা দিতে বলা হয়েছে।

বুধবার (২১ জুন) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ‍বৃদ্ধ সাইজুদ্দিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট লুৎফর রহমান।

অ্যাডভোকেট মো. লুৎফর রহমান বলেন, ২০১২ সালের ২৪ জানুয়ারি গাজীপুরের কাপাসিয়ার অধিবাসী জনৈক সাইজুদ্দিন ব্র্যাক বিপিডি প্রগতি কর্মসূচি, কাপাসিয়া ব্রাঞ্চ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা লোন নেন। পর্যায়ক্রমে তিনি লোনের সিংহ ভাগ টাকার কিস্তি পরিশোধ করেন। ঋণের কিছু কিস্তি বকেয়া থাকায় জামানত হিসেবে নেওয়া ব্ল্যাঙ্ক চেকে বিপিডি প্রগতি কর্মসূচি ১,২৬,৭১৫  (এক লাখ ছাব্বিশ হাজার সাতশত পনের) টাকা লিখে চেক ডিজঅনার করে।

২০১৩ সালের ৯ জুন বৃদ্ধ সাইজুদ্দিনকে আসামি করে তারা চেক ডিজঅনার মামলা করে। এই মামলায় তিনি নিম্ন আদালত থেকে জামিন নেন। পরে তিনি ব্র্যাক বিপিডি প্রগতি কর্মসূচির অবশিষ্ট সমুদয় পাওনা পরিশোধ করেন। বাদীপক্ষ ঋণের সম্পূর্ণ টাকা বুঝে পেয়ে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি তারিখে প্রত্যয়নপত্র দেন। তারা প্রতিশ্রুতি দিয়েছিল মামলা প্রত্যাহার করবে। কিন্তু মামলা প্রত্যাহার না করায় ওই বছরের ২৩ এপ্রিল গাজীপুরের যুগ্ম দায়রা জজ আদালত আসামি সাইজুদ্দিনকে ১ বছরের কারাদণ্ড এবং চেকের দ্বিগুণ অর্থ অর্থ্যাৎ ২,৫৩,৪৩০ (দুই লাখ তেপান্ন হাজার চারশত ত্রিশ) টাকা অর্থদণ্ড দেন। ওই সাজার বিষয়ে বৃদ্ধ সাইজুদ্দিন অবগত ছিলেন না। পরে বৃদ্ধ সাইজুদ্দিন সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তার হয়ে গাজীপুর দায়রা জজ আদালত চেকে বর্ণিত টাকার অর্ধেক টাকা জমা দিয়ে আপিল করেন। বিলম্বের কারণে আপিল গ্রহণ না করায় আসামি ২০১৫ সালে হাইকোর্টে ফৌজদারি রিভিশন মামলা দায়ের করেন। ১৫ সালের ১৮ অক্টোবর থেকে তিনি জামিনে রয়েছেন। বর্তমানে তার বয়স ৯৪ বছর চলছে।

আইনজীবী বলেন, সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরও বৃদ্ধ সাইজুদ্দিন বাদীপক্ষের মামলা প্রত্যাহারে গাফিলতির কারণে সাজাপ্রাপ্ত হন। পুনরায় অর্ধেক টাকা জমা দিয়ে আপিল করেন এবং দীর্ঘ প্রায় ৪০ দিন হাজতবাস করেন। আজ শুনানি শেষে আসামিকে খালাস প্রদান করা হয়। এবং আপিল দায়েরের সময় জমা করা টাকা ১০ দিনের মধ্যে আসামিকে ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়।

আইনজীবী লুৎফর রহমান আরও বলেন, ঋণের সব টাকা বুঝে পেয়েও বৃদ্ধ আসামিকে ব্যাপক হয়রানি করার জন্য মামলার বাদী ব্র্যাক বিপিডি প্রগতি কর্মসূচিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন। বৃদ্ধ সাইজুদ্দিনকে তিন মাসের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba