আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

১১২ টাকায় সরকারি চাকরি পেলেন ৩৬ তরুণ-তরুণী

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৬ জুন ২০২৩
  • / পঠিত : ১৮১ বার

১১২ টাকায় সরকারি চাকরি পেলেন ৩৬ তরুণ-তরুণী

মাত্র ১১২ টাকার ব্যাংক ড্রাফটে নোয়াখালী জেলা প্রশাসনে চাকরি পেলেন ৩৬ তরুণ-তরুণী। বিনা টাকায় চাকরি পেয়ে তারা আবেগ-আপ্লুত হয়ে পড়েন। ঘুষ ছাড়া প্রার্থীর যোগ্যতা অনুসারে চাকরি দিয়ে ধারণা পাল্টে দিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

রোববার (২৫ জুন) দুপুরে নিজ সম্মেলন কক্ষে ৩৬ জন তরুণ-তরুণীর হাতে ফুল ও নিয়োগপত্র তুলে দেন তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় ৩৬টি ৪র্থ শ্রেণির শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় সাড়ে ৫ হাজার জন আবেদনকারী। এর মধ্যে অফিস সহায়ক ১৮ জন, নিরাপত্তা প্রহরী ৭ জন, পরিচ্ছন্নতা কর্মী ৯ জন, বেয়ারা একজন ও সহকারী বাবুর্চি পদে একজন রয়েছেন।

অফিস সহায়ক পদে নিয়োগ প্রাপ্ত ফাহিমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, মাত্র ১১২ টাকা খরচে চাকরি পাব স্বপ্নেও ভাবিনি। যেহেতু ঘুষ ছাড়া চাকরি পেয়েছি তাই আজীবন ঘুষ ছাড়া মানুষকে সেবা দেব, ইনশাল্লাহ। 

হেদায়েত উল্যাহ নামের আরেক নিয়োগ প্রাপ্ত ঢাকা পোস্টকে বলেন, আমার সরকারি চাকরির বয়স শেষ। এই সময়ে চাকরিটা আমার জন্য সোনার হরিণ ছিল। এছাড়া শুনেছি সরকারি চাকরি মানে ঘুষের ছড়াছড়ি। কিন্তু আমার পদে চাকরির জন্য কাউকে এক টাকাও ঘুষ দেওয়া লাগেনি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ৩৬ পদের জন্য সাড়ে পাঁচ হাজার আবেদন জমা পড়েছে। আমরা লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা শেষে আজ নিয়োগপত্র তুলে দিলাম। যোগ্যতা ও দক্ষতার বিচারে নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু তারা বিনা টাকায় নিয়োগ পেয়েছে তারা যেন বিনা টাকায় মানুষের সেবা করে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba