আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরের শার্শায় পশুহাট পরিদর্শনে ডিসি ও এসপি

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৮ জুন ২০২৩
  • / পঠিত : ১৬৫ বার

যশোরের শার্শায় পশুহাট পরিদর্শনে ডিসি ও এসপি

নাগরিক নিরাপদ নিশ্চিত করতে যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল পশুহাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

মঙ্গলবার (২৭শে জুন) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার এ পশুহাট পরিদর্শনে আসেন।

এ সময় তারা পশুহাট ঘুরে বিভিন্ন কোরবানির পশুর দাম শোনেন এবং হাটের ক্রেতা-বিকেতাদের সাথে কথা বলেন।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, পশুহাটে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।মানুষের জানের পাশাপাশি মালেরও নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। কোরবানির পশুহাটে দালাল চক্র ও যত্রতত্র গরুর হাট যেন না বসে। পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে ইউএনওদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার জানান, আসন্ন ঈদে নাগরিকেরা যাতে নির্বিঘ্নে হাট থেকে পশু কিনতে পারেন তা নিশ্চিতে জেলার প্রতিটি পশুর হাটে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এ ছাড়া মেটাল ডিটেকটর ব্যবহার, মাইকিং, জাল টাকা শনাক্তের মেশিন স্থাপন এবং চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য রোধে নজরদারি জোরদার করা হয়েছে।

এসময় সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেলের নিশাত আল নাহিয়ান, শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম ও নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba