আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরল ৩ প্রাণ

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৯ জুন ২০২৩
  • / পঠিত : ১৯১ বার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরল ৩ প্রাণ

ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক এবং কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে জুলেখা বেগমের বাড়ি কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের মাধবপুর থেকে আসা একটি অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

তিনি আরো জানান, সকাল ৯টায় সৈয়দাবাদ বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ জুলেখা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba