আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নেত্রকোণায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৫ জুলাই ২০২৩
  • / পঠিত : ৩০৫ বার

নেত্রকোণায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নেত্রকোণার পৃর্বধলা উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

পূর্বধলা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদ হাওলাদার জানান, এসব মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়া গ্রামে সজীব (২) নামে এক শিশু বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে মারা যায়। বিকেলে উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের আবু তাহেরের মেয়ে সোনিয়া খাতুন (৭) ও ছেলে রাজু আহমেদ (৪) পানিতে ডুবে মারা যান। তারা পুকুরের পানিতে খেলা করতে গিয়ে প্রথমে ছোট ভাই রাজু আহমেদ পানিতে ডুবে যায়। এ সময় বড় বোন সোনিয়া তাকে বাঁচাতে গেলে সে নিজেও পানিতে তলিয়ে যায়। 

অন্যদিকে বিকেল ৩টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জালশুকা নামক স্থানে ময়মনসিংহগামী সিএনজি ও নেত্রকোণাগামী মহুয়া পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৬ জন আহত হন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক একরামুল (৪০) এবং অজ্ঞাত এক নারীকে মৃত ঘোষণা করেন। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba