আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

কুড়িগ্রামের সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুনে ক্ষতি ৮ কোটি টাকা

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১০ জুলাই ২০২৩
  • / পঠিত : ১৯৫ বার

কুড়িগ্রামের সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুনে ক্ষতি ৮ কোটি টাকা

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন লেগে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৯ জুলাই) সকালের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকালের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যাটারি অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রকল্পের ২৮৮টি ব্যাটারি, ৮টি অবগ্রিট মেশিন, ৮টি অনগ্রিট মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অন্যান্য জিনিসপত্রও পুড়ে যায়। এতে প্রায় ৮ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  

কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, রোববার সকালে ব্যাটারির অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ ঘটে। এতে মালামাল পুড়ে প্রায় ৮-৯ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এ বিদ্যুৎ প্রকল্প থেকে কোদালকাটি চরের ৪২০ পরিবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, এই প্রকল্প থেকে আমার ইউনিয়নের প্রায় ৪২০ পরিবার বিদ্যুৎ পেতো। আগুন লেগে সবকিছু ছাই হয়ে গিয়েছে। আমি বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি।

রাজীবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, ঘটনাটি জেনেছি। চারদিকে নদী থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আসছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba