আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চিত্রশিল্পী এসএম সুলতান স্মরণিকা ফেরা’র মোড়ক উন্মোচন

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৩ এপ্রিল ২০২৩
  • / পঠিত : ২১৪ বার

চিত্রশিল্পী এসএম সুলতান স্মরণিকা ফেরা’র মোড়ক উন্মোচন

নড়াইল অফিস ॥ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ফেরা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মরণিকা ফেরা’র মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও স্মরণিকা উপ-কমিটির আহ্বায়ক জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, চারণ কবি অধ্যক্ষ রওশন আলী, এসএম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী বৈরাগী, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু,সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমূখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্রশিল্পী এসএম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তাঁর অংকিত ছবিতে তিনি কৃষক,কৃষাণী, জেলে, কামারসহ গ্রাম বাংলার খেঁটে খাওয়া মানুষের জীবন চিত্র তুলে ধরেছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba