আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৫ মে ২০২৩
  • / পঠিত : ১৭৫ বার

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

ডেস্ক : ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সব ধরনের ফ্লাইটও পরিচালিত হবে।

রোববার (১৪ মে) রাতে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দরের সচিব আরও জানান, ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় বন্দরের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। কেউ ইচ্ছা করলে আজ রাত থেকে পণ্য ডেলিভারি নিতে পারবে। মাদার ভেসেল থেকে সোমবার সকাল থেকে পণ্য উঠানামা শুরু হবে।

মোখার প্রভাবে বন্দরের যাতে ক্ষয়ক্ষতি না হয় সে জন্য চট্টগ্রাম বন্দরে বাথিং থাকা ২১টি মাদার ভেসেলকে (বড় জাহাজ) জেটি থেকে শনিবার ভোর ৪টার জোয়ারের সময় বহির্নোঙরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহাম্মেদ জানান, মোখা অতিক্রম করায় এবং আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল থেকে চট্টগ্রাম বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালিত হবে ও স্বাভাবিক কার্যক্রম চলবে

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba