আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

টাঙ্গাইলে রাষ্ট্রিয় অনুদানে ৩১৪ গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৮ Aug ২০২৩
  • / পঠিত : ৩৪১ বার

টাঙ্গাইলে রাষ্ট্রিয় অনুদানে ৩১৪ গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন

ডেস্ক : চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্প—২ এর আওতায় টাঙ্গাইলে আরও ৩১৪টি ভূমি ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। এ জন্য সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে আগামী বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। 

পরে টাঙ্গাইলের উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেয়া হবে। গৃহহীন যারা এখন পর্যন্ত ঘর পাননি তাদেরকে পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে। এদিকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৫ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর আগে আরো ৪ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে মোট ১২টি উপজেলার মধ্যে ৯টি উপজেলা গৃহীনমুক্ত ঘোষিত হবে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী কতৃর্ক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ গৃহ প্রদান উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এ তথ্য জানান।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানায় জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৫১৪টি গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে। এর মধ্যে নতুন করে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৩১৪টি ঘর দেয়া হবে। একই সাথে আরো ৫ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba