আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ডিমের দামে কারসাজি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৪ Aug ২০২৩
  • / পঠিত : ৩৭৪ বার

ডিমের দামে কারসাজি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরে ডিমের দামে কারসাজি করায় পাইকারি ও খুচরা পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। 

রোববার (১৩ আগস্ট) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত শহরের চকবাজার ও তিতুমীর বাজার এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

অভিযানে চকবাজারের মিতালী ট্রেডার্সকে পাঁচ হাজার, ওহাব ডিম স্টোরকে তিন হাজার এবং নিউমার্কেট তিতুমীর বাজারে অবস্থিত সিরাজ ট্রেডার্সকে চার হাজার টাকাসহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের মো. সোহেল শেখ বলেন, ডিমের দামে কারসাজি করা, ডিমের কেনা-বেচার রশিদ সংরক্ষণ ও প্রদান না করা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ এবং প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

এসময় কৃষি বিপণন অধিদপ্তরের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba