আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বেনাপোল পৌর সভার দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র নাসির উদ্দিন

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৪ Aug ২০২৩
  • / পঠিত : ৩৩৯ বার

বেনাপোল পৌর সভার দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র নাসির উদ্দিন

বেনাপোল পৌর সভার দায়িত্বভার বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র নাসির উদ্দিন। পৌর
প্রশাসক শার্শা সহকারী কমিশনার ( ভুমি) ফারজনা ইসলাম দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে
বুঝে দেন নির্বাচিত জনপ্রতিনিধি মেয়র নাসির উদ্দিন এর কাছে।
রোববার বেলা সাড়ে ১০ টার সময় বেনাপোল পৌর সভায় পৌর প্রশাসক ফারজনা ইসলাম
এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর শার্শা -১ আসনের
এমপি শেখ আফিল উদ্দিন। এসময় নবনির্বাচিত ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী
আসনের ৩ জন কাউন্সিলর সহ স্থানীয় রাজনৈতিক নেতা কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার
মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এমপি শেখ আফিল উদ্দিন নবনির্বাচিত মেয়র ও তার কাউন্সিলরদের সততা ও
নিষ্ঠার সাথে কাজ করতে নির্দেশনা দেন। তিনি বলেন, এই জনপদের সকল নাগরিকের
জনপ্রতনিধি আপনারা । তাই কাউকে কোন কষ্ট না দিয়ে সকল নাগরিককে সমান
চোখে দেখতে হবে। সকলের সুযোগ সুবিধা নিয়ে সাধ্যমত কাজ করতে হবে। এলাকার
উন্নয়নে কোন এলাকার মানুষকে আলাদা চোখে দেখা যাবে না। তিনি বলেন, আমি এই
জনপদের আজ ১৫ বছর সংসদ সদস্য। এই সময়ের মধ্যে আজ প্রথম এই পৌরসভার ভবনে পা
রেখেছি। তারও অনেক কারন আছে। তাই রাজনীতি করতে হলে প্রয়োজন ধৈর্য ও সহশীলতা।
সকলকে ধৈর্যর পরিচয় দিয়ে কাজ করতে হবে। কারন উঠা কঠিন কাজ, কিন্তু নেমে যাওয়া
অত্যান্ত সহজ কাজ।
এসময় জনগনের সেবা প্রদানের জন্য তিনি সকল ওয়ার্ড কাউন্সিলরদের নিজ নিজ
ওয়ার্ডে একটি করে অফিস নেওয়ারও নির্দেশনা দেন।এবং ওই অফিসে সংরক্ষিত নারী
কাউন্সিলরদের জন্যও একটি করে চেয়ার রাখার নির্দেশনা দেন। প্রয়োজনে তিনি নিজেই
নারী কাউন্সিলরদের চেয়ার এর ব্যবস্থা করে দিবেন ।
নবনির্বাচিত মেয়র নাসির উদ্দিন বলেন আমি আজ এই জনপদের দলমত নির্বিশেষে সকল
নাগরিকের জনপ্রতিনিধি। আমি সকলের মতামতের ভিত্তিতে উন্নয়নমুলক কাজ করতে
চাই। আমার এখান থেকে একটি চাওয়া পাওয়া মানুষের কল্যানে কাজ করে যাওয়া । সুতারং
আমাকে কেউ মিস গাইড করবেন না। এরকম কেউ করার ইচ্ছা থাকলে সে নিজেই এক
সময় ধরা পড়বেন।
এসময় উপস্থিতও বক্তব্য রাখেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল
পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল পোর্ট থানা ওসি কামাল
হোসেন ভুইয়া প্রমুখ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba