আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মতিউরের মৃত্যুবার্ষিকী পালিত

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২১ Aug ২০২৩
  • / পঠিত : ১৯৪ বার

নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মতিউরের মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের ৫২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২০ আগস্ট) তার পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলায় সরকারি-বেসরকারি এবং তার নামে প্রতিষ্ঠিত বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

আজ রোববার সকালে মির্জাপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাহমুদাবাদ নামাপাড়ায় তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হোসেন ভূঁইয়া প্রমুখ।

পরে বিভিন্ন সংগঠন ও তার নিজ গ্রাম মতিউরনগরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও জাদুঘরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়। পরে বিকেলে মতিউর রহমান ব্লাড ডোনার ফাউন্ডেশনের উদ্যোগে জাতির এ বীরের নামে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল করে সংগঠনটি।

এছাড়া একই সময়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নিজ বাড়ি মতিউরনগর গ্রামে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তারা যথাযোগ্য মর্যাদায় জাতির এ বীর সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে, যা এখন মতিউরনগর গ্রাম নামে পরিচিত। নয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তার বাবা মৌলবী আব্দুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba