আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৩ দিন ধরে বেনাপোল দিয়ে আসছে না পেঁয়াজ, ঝাঁজ আরো বাড়ছে

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২৪ Aug ২০২৩
  • / পঠিত : ১৯৪ বার

৩ দিন ধরে বেনাপোল দিয়ে আসছে না পেঁয়াজ, ঝাঁজ আরো বাড়ছে

: বাংলাদেশে পেঁয়াজ রফতানিতে ভারতের ৪০ শতাংশ শুল্ক ঘোষণার পর থেকেই বেড়েছে পেঁয়াজের দাম। যশোরের বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে পণ্যটির দাম বেড়েছে। গত তিন দিনে বেনাপোল বন্দর দিয়ে দেশে ঢোকেনি কোনও পেঁয়াজ। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাড়তি দামে দিশেহারা ক্রেতারা। দাম আরও বাড়বে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ চেয়েছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়ানোর ঘোষণার পরপরই এর প্রভাব পড়েছে আমদানির বাজারে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় ৭ থেকে ৮ লাখ টন।

বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল বলেন, এই স্থলবন্দর দিয়ে আগে ১৫/২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন দিনে ভারত থেকে কোনও পেঁয়াজ আমদানি হয়নি।

বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধের উপসহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে এ বছর প্রায় ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এর বিপরীতে সাড়ে তিন লাখ টনের মতো পেঁয়াজ আমদানি হয়েছে। শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনও পেঁয়াজ আমদানি হয়নি বেনাপোল দিয়ে। সর্বশেষ গত বৃহস্পতিবার সাড়ে ৪৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

উল্লেখ্য, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba