আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোর-৪ আসনে আ.লীগের ১০ বিএনপি’র ৩ জাতীয় পার্টির ১জন প্রার্থী হওয়ার আশা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৭ Aug ২০২৩
  • / পঠিত : ১৬৭ বার

যশোর-৪ আসনে আ.লীগের ১০ বিএনপি’র ৩ জাতীয় পার্টির ১জন প্রার্থী হওয়ার আশা

সংসদীয় আসন ৮৮ যশোর-৪ বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে দু’টি পৌরসভা বাঘারপাড়া উপজেলার ৮টি ও অভয়নগর উপজেলার ৮টি এবং যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে যশোর-৪ আসনের সংসদীয় এলাকা। যশোর-৪ আসনের (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) এলাকায় নৌকার মনোনয়নের আশায় মাঠে নেমেছেন আওয়ামী লীগের প্রায় ডজ্জন খানেক নেতা।

নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, যশোর -৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একাদশ সংসদ নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ৩১ হাজার ২৫৭জন। ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৩,২৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১৬,৪২৬ ও মহিলা ভোটার ২,১৬,৮৬১ জন। যা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৪,০২,০৩০জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০০৬১৮ জন ও মহিলা ভোটার ২,০১,৪১২জন। এই আসনে বরাবরই আওয়ামী লীগের দখলে রয়েছে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় অন্তর ১০ জনের নাম উঠে এসেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba