আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ছাদবাগানে গাঁজা চাষ, যুবক গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৪ Sep ২০২৩
  • / পঠিত : ১৬৬ বার

ছাদবাগানে গাঁজা চাষ, যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বসতঘরের ছাদে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ সিরাজুল ইসলাম (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি দীর্ঘদিন ধরে ছাদবাগানে গাঁজা চাষ করছিলেন। 

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে সোনাইমুড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম ফেনী জেলার সোনাগাজী থানার মংগলকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মন কাজী বাড়ির মৃত মহরম আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখলী সূত্রে জানা যায়, কেয়ার টেকার সিরাজুল ইসলাম ভবনের মালিক মো. আলাউদ্দিন মিয়া ও তার পরিবারের অনুপস্থিতিতে ভবন দেখভালের দায়িত্বে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ সেপ্টেম্বর) রাতে ছাদবাগানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩ ফুট দৈর্ঘ্যের শাখা-প্রশাখা এবং মূলসহ ২৭০ ওজনের একটি গাছ জব্দ করা হয়। সে দেখভালের দায়িত্বের আড়ালে গাঁজা গাছ সংরক্ষণ, রোপণ, চাষাবাদ ও উৎপাদন করছিলেন। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামি সিরাজুল ইসলাম ছাদবাগানে গাঁজা চাষ ও উৎপাদন করে আসছিল। সে সোনাইমুড়ী থানায় রয়েছে। সোমবার তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba