আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চিকিৎসা নিতে পরপর ৩ দিন নিজেই হাসপাতালে এলো বানর

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৫ Sep ২০২৩
  • / পঠিত : ১৭১ বার

চিকিৎসা নিতে পরপর ৩ দিন নিজেই হাসপাতালে এলো বানর

শরীরে ক্ষত নিয়ে হাসপাতাল এলাকায় এসে ঘোরাঘুরি করতে থাকে বানর। চিকিৎসা নেওয়ার পর বনে ফিরে যায় সে। পরদিন আবার হাসপাতালে আসে ওই বানর। সোমবার (৪ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো হাসপাতালের সামনে আসে ওই বানর। আশ্চর্যজনক এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

হাসপাতালটির চিকিৎসকরা সোমবার তৃতীয় দিনের মতো চিকিৎসা সেবা দিয়ে তাকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের হাতে হস্তান্তর করে। পরে বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় আহত বানরকে নেওয়া হয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাসপাতালে। সেখানেই বর্তমানে আহত বানরটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, গত শনিবার প্রথমবারের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ বানরটি আসে। ওইসময় বানরের শরীরের পেছনের অংশের একটি গভীর ক্ষত দেখা যায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে বানরটি বনে চলে যায়। পরদিন (রোববার) বিকেলে বানরটি পুনরায় হাসপাতাল এলাকায় আসে। ওইদিন বানরটিকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এরপর বানরটি আবার হাসপাতালে চলে যায়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, সবশেষ সোমবার সকালে পুনরায় বানরটি হাসপাতালে আসে। এদিনও তাকে চিকিৎসা দেওয়া হয়। এসময় ধৈর্য ধরে বানরটি অপেক্ষা করে। একপর্যায়ে তার ক্ষত গুরুতর হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় বানরটি ধরে নিয়ে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহামিনা আরজু বলেন, বানরটিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হওয়া হয়। সেখানে ব্যান্ডেজ খুলে তার ক্ষত গুরুতর দেখা যায়। পরে সোমবার বিকেলে সেটিকে সিভাসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba