আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সরকারের শুদ্ধাচার পুরস্কার পেলেন যশোরের পুলিশ সুপার

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৬ Sep ২০২৩
  • / পঠিত : ২০০ বার

সরকারের শুদ্ধাচার পুরস্কার পেলেন যশোরের পুলিশ সুপার

সরকারের শুদ্ধাচার পুরস্কার ২১/২২ পেয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। যশোর পুলিশ সুপারের কাছে এই পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ এর আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন, বিবিএম (বার) , পিপিএম। এ সময় পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেত্রকোনা জেলার সন্তান যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিসিএস এর ২৪ তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগ দেন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মজীবনের টানা দুই মেয়াদে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

পুলিশ বাহিনীতে তিনি পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিসিটিটিসি) স্পেশাল অ্যাকশান গ্রুপের উপ-কমিশনার ঢাকা মেট্রো পুলিশের উপ- কমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বৈশ্বিক মহামারী করোনা সংকটকালে নরসিংদী ও জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রায় দুই বছরের অধিক সময় নরসিংদী থেকে যশোর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করে অতি সুনামের সাথে তিনি তার দায়িত্ব পালন করে চলেছেন।

এদিকে যশোরের পুলিশ সুপার শুদ্ধাচার পুরস্কার লাভ করায় গোটা যশোর জেলার বাসিন্দারা আনন্দে ভাসছে। যশোরের পুলিশের বিভিন্ন স্পট থানা পুলিশ ফাঁড়িতে ও সাধারণ জনগণের মধ্যে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba