আজঃ রবিবার ২৪-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

টাঙ্গাইলে সাংবাদিকের মাকে গলাকেটে হত্যা, মেঝেতে পড়ে ছিল লাশ

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৬ Sep ২০২৩
  • / পঠিত : ১৮৬ বার

টাঙ্গাইলে সাংবাদিকের মাকে গলাকেটে হত্যা, মেঝেতে পড়ে ছিল লাশ

: টাঙ্গাইলের ভূঞাপুরে সুলতানা সুরাইয়া (৬৫) নামে এক বৃদ্ধা নারীর গলাকাটা অবস্থায় মৃরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভূঞাপুর পৌর শহরের পশ্চিম ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি পশ্চিম ভূঞাপুর এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা রহিম আকন্দের স্ত্রী। এছাড়া তিনি ইং‌রে‌জি দৈ‌নিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা।

স্থানীয়রা জানান, পশ্চিম ভূঞাপুর এলাকায় একাই বসবাস করতেন বৃদ্ধা সুরাইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ব্যবহৃত ফোন বন্ধ পেয়ে বাড়িতে গি‌য়ে ঘরের লাইট জ্বালানো ও ফ্যানের শব্দে সন্দেহ হওয়ায় গেট টপকে ঘরে উঁকি দেয়। এ সময় ঘ‌রের মেঝেতে তার গলাকাটা নিথর মরদেহ পড়ে থাকতে দেখ‌তে পায়। পরে খবর দিলে মরদেহে উদ্ধার করে পুলিশ ।

এ ঘটনায় বৃদ্ধা নারী সুলতানা সুরাইয়ার ছে‌লে ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ এডিটর আবু সা‌য়েম আকন্দ ব‌লেন, মা একাই থাক‌তেন বা‌ড়ি‌তে। কা‌রোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কর‌ছি।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সত্যতা নিশ্চিত করে মো. আহসান উল্লাহ্ বলেন, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba