আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বর্তমান প্রজন্মের সন্তানরা ফেসবুকের নেগেটিভগুলো বেশি আয়ত্ত করে : মাশরাফি

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৩ Sep ২০২৩
  • / পঠিত : ১৯০ বার

বর্তমান প্রজন্মের সন্তানরা ফেসবুকের নেগেটিভগুলো বেশি আয়ত্ত করে : মাশরাফি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, বর্তমান প্রজন্মের সন্তানরা ফেসবুকের নেগেটিভগুলো বেশি আয়ত্ত করে। পজিটিভ বা শিক্ষণীয় বিষয়গুলো এড়িয়ে যায়। আমাদের সবার উচিত সন্তানদের সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো থেকে দূরে রেখে কীভাবে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেদিকে খেয়াল রাখা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে নড়াইল শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাশরাফি বিন মুর্তজা আরও বলেন, আমি শিক্ষক পরিবারের সন্তান। শিক্ষকদের সম্মান দেওয়ার বিষয়ে আমি সবসময়ই সজাগ। সবকিছু ঠিক থাকলে আপনাদের যে বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়নি সেটা আমি প্রধানমন্ত্রীর কাছে তুলবো।

তিনি বলেন, ‘নড়াইলে ৭৭টি স্কুল জাতীয়করণ হয়েছে। এছাড়া আমার কাছে আরও অনেকগুলো স্কুল জাতীয়করণের সুপারিশ আছে। যদি সুযোগ হয় আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, পরবর্তী সময়ে যদি সব ঠিক থাকে আমি চেষ্টা করবো প্রধানমন্ত্রী সামনে এ বিষয় তুলে ধরার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে মাশরাফি বলেন, ‘উনি প্রত্যেকটা সেক্টরে উন্নয়নে কাজ করেছেন। আরও ওপরে যদি আমরা যেতে চাই শেখ হাসিনার কোনো বিকল্প নাই।’

নিজ জেলায় উন্নয়নকাজ প্রসঙ্গে তিনি বলেন, বিগত চার বছরে ২০০ কোটি টাকার পল্লি রাস্তা এবং স্কুল উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আরও উন্নয়ন কাজ নড়াইলে চলছে। নবগঙ্গা নদী খনন, নড়াইল শহরের মাঝ দিয়ে চার লেন, হাসপাতালসহ সার্বিক উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সদর
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান প্রমুখ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba