আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : শিক্ষামন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৭ Sep ২০২৩
  • / পঠিত : ২৪৬ বার

নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : শিক্ষামন্ত্রী

: শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইন কানুন আছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোন দেশ কি ভিসা নীতি আরোপ করল তা আমাদের নির্বাচনে কোন প্রভাব পড়বে না।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনে পূর্বে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধ পরিকর। জনগণের যে প্রত্যাশা সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামলীগসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, আমাদের প্রত্যাশা।

এর আগে কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির, এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba