আজঃ মঙ্গলবার ০৩-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মেহেরপুরে অভিযানে ৪৭ মোবাইল ফোন উদ্ধার

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৯ Sep ২০২৩
  • / পঠিত : ২৯৮ বার

মেহেরপুরে অভিযানে ৪৭ মোবাইল ফোন উদ্ধার

: মেহেরপুরে জেলা সাইবার ক্রাইম ইউনিট অভিযান চালিয়ে ৪৭টি মোবাইল ফোন উদ্ধার ও বিকাশের প্রতারণার ৯৭ হাজার টাকা উদ্ধার করেছে। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার রাফিউল আলম।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম সংবাদ সম্মেলনে বলেন, গত এক মাসে মেহেরপুর সাইবার ক্রাইম ইউনিট জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযানে বিভিন্ন মডেলের ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়া বিকাশ প্রতারণার নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করে। এগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছ। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন, মেহেরপুর ডিবির ওসি সাইফুল আলমসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba