আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ১৫ Oct ২০২৩
  • / পঠিত : ২২৬ বার

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ জেলার মাদক ব্যবসায়ী ও চরবাগডাঙ্গা ইউপি সদস্য জুয়েল রানাকে নারী সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর থেকে তাদের গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গ্রেপ্তারকৃত জুয়েল রানা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য এবং চরবাগডাঙ্গা গ্রামের আমির আলীর ছেলে এবং তার নারী সহযোগি ববিতা হচ্ছেন জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর-শেরপুরের মুকুল রানার স্ত্রী। ববিতা চাকুরির সুবাদে পৌর এলাকার বালুবাগানে ভাড়া থাকেন। 

চাঁপাইনবাবগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দশক আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বালুবাগানে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম হেরোইনসহ ববিতাকে গ্রেপ্তার করে। ওই হেরোইনের মালিক ছিলেন জুয়েল রানা। পরে ববিতার দেয়া তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ জুয়েলের বেলেপুকুরের বাড়িতে অভিযান চালিয়ে আরো ২০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে। আসাদুজ্জামান জানান, জুয়েল রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ওই নারীসহ তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba