আজঃ বুধবার ০৪-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চট্টগ্রামে ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১৭ Oct ২০২৩
  • / পঠিত : ২২১ বার

চট্টগ্রামে ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

ডেস্ক : চট্টগ্রাম নগরে ফেনসিডিলসহ খাগড়াছড়ির রামগড় থানার এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার তারা গেট এলাকায় আরও দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম আশরাফুল হাসান। তিনি রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। গ্রেপ্তার তার দুই সহযোগী হলেন মো. মুসা ও এজাহার মিয়া।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) নিহাদ আদনান বলেন, ডিবি পুলিশের একটি দল তারা গেট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আশরাফুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খাগড়াছড়ি জেলা পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, পুলিশ কনস্টেবল আশরাফুল ২০১৫ সালে কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। গত শনিবার কর্মস্থল রামগড় থানা থেকে ছুটিও নেননি। সহযোগীদের নিয়ে ফেনসিডিলসহ চট্টগ্রামে গ্রেপ্তার হন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba