আজঃ বৃহস্পতিবার ২৬-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

১০ মাসেও হয়নি ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল্যায়নের নির্দেশনা

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২০ Oct ২০২৩
  • / পঠিত : ২৩৪ বার

১০ মাসেও হয়নি ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল্যায়নের নির্দেশনা

নতুন কারিকুলামে পাঠদান চলছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে। এ দুই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না। তবে কোন পদ্ধতিতে মূল্যায়ন হবে তা বছর শেষে এসেও ঠিক করতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থা এই দুই শ্রেণির মূল্যায়ন নিয়ে নতুন ৬ দফা নির্দেশেনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর।


বছর শেষে কোন পদ্ধতিতে মূল্যায়ন হবে তার জন্য আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে বলেছে সংস্থাটি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দেওয়া নির্দেশনা বুধবার (১৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জারি করে।

নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগাম নির্দেশনায় জানানো হয় —মূল্যায়ন পরিচালনা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা আগামী ২৯ অক্টোবর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।


৬ দফা নির্দেশনা

১. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা ২৯ অক্টোবর সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে।


২. নির্দেশনা মোতাবেক সব বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে।

৩. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ডের ফরমেট এবং পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে।

৪. পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং নির্ধারিত সংখ্যক বিষয়ে পারদর্শিতার সমন্বিত ফলাফল বিবেচনা করা হবে।

৫. রিপোর্ট কার্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের পারদর্শিতার বিস্তারিত বিবরণ উল্লেখ থাকবে।

৬. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর পরে আগামী ২ নভেম্বরের মধ্যে অভিভাবক সমাবেশ করে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করে সমাবেশের তথ্য ও ছবি থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba